তোমরা যেনো কেউ কখনো ভেবোনা
আমি একটা শুধু পতাকা,
আমি যে লক্ষ শহীদদের স্মৃতি চিহ্ন
যাদের রক্ত এ দেহে মাখা।
তোমরা যে লাল বৃত্ত দেখতে পাচ্ছো
আমার মাঝে আছে আঁকা,
সে তো ১৯৪৭, ৫২ আর ৭১ সালের
ইতিহাসকে পিছু ফিরে দেখা।
আমি আজ এ বুকেতে ধারণ করেছি
লাখো দেশ প্রেমিকের রক্ত,
ভালোবেসে তাই শক্ত করে তোমরা
ধরে রেখো স্বাধীনতার ভক্ত।
তোমরা দেখতে পারছো কি মোর গাঁয়ে
বাংলার সবুজে ঘেরা ভূমি?
এই ভূমিতেই যে ঘুমিয়ে আছে তারাই
যারা একদিন ছিল মুক্তি কামী।
যারা সেদিন বুলেটের যাতনা বুকে নিয়ে
চেতনায় গড়েছেন আগামী,
এই ডিসেম্বর মাস তাদের কথায় বলে
যাদের জন্য স্বাধীন তুমি আমি।