বিজয়ের দিনে আনন্দ হাসে
কান্নার বিণ বাজে।
লাল সবুজের বিজয় নিশান ,
আকাশে বাতাসে প্রতি দ্বারপ্রান্তে
বাতাসে পত পত করে দুলে।
মুক্ত আকাশ খোলা বাতাস
বিজয়ের জয়গান গাহে।
এরই নাম বিজয় নিশান।
চারিপাশ সবুজ মাঝখানে লাল
শহীদদের স্মরণ করে ।
এই লাল সবুজের রক্তাক্ত
বিজয় নিশান নিয়ে এলো
আঠারো কোটি বাঙালির
ঘরে বিজয়ের গান।