নয়টি মাসের যুদ্ধ শেষে
পূর্ববঙ্গ বিজয় পাই,
লাল সবুজের পতাকাটা
ডিসেম্বরে উড়াতে চাই।
শত্রুদেরকে নির্মূল করে
অর্জন করি এই বিজয়,
ফোটায় ফোটায় রক্ত দিয়ে
মাতৃভূমি করিনি ক্ষয়।
আত্মত্যাগের কাহিনী আজ
লালন করি সর্বশেষ,
মুক্তবাহিনী জীবন দিয়ে
স্বাধীন করেছে বাংলাদেশ।
ধ্বংসলীলায় লিপ্ত ছিল
ইতিহাসে আছে যা,
বিজয় দিবসে সঠিক গঠন
জানতে হবে সবার তা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com