বিজয় তুমি
কলমি লতার ফুল
বিজয় তুমি
বুবুর কানের দুল।
বিজয় তুমি
আউশ আমন ধান
বিজয় তুমি
ভাটিয়ালী গান।
বিজয় তুমি
খুকুর হাতের চূড়ি
বিজয় তুমি
দামাল ছেলের ঘুড়ি।
বিজয় তুমি
স্বপ্ন রাশি রাশি
বিজয় তুমি
আমার মায়ের হাসি।
বিজয় তুমি
দোয়েল পাখির ডাক
বিজয় তুমি
শান্ত নদীর বাঁক।