হায়নাদের আঁচড় থেকে মুক্ত হয়েছিল সেদিন বাংলা
স্বস্থির পতাকা উড়েছিলো সেদিন ১৬ ই ডিসেম্বর ভোর বেলা।
স্বাধীন বাংলার অভ্যূদয় ঘটে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে
বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি দেশপ্রেম পুঁজি নিয়ে।
৯ মাসের যুদ্ধে বয়েছিল রক্ত, হারিয়েছিল কত মা সম্ভ্রম
সোনার বাংলার কতেক সন্তান, প্রকাশ্যে করেছিল ভ্রম।
গগনে উড়া পতাকাটার আজ খুঁটি কত শক্ত!
এই পতাকায় মিশে রয়েছে কত বাঙালির রক্ত।
ঘুরেফিরে চলেই আসে স্বস্তির বিজয় দিবস
খোকার জন্যে পাগলী মা টা বসেই থাকে প্রতি দিবস।
১৬ই ডিসেম্বরে সব বাঙালি , হেসেছিল বিজয়ের হাসি
চল না আবার! নতুন করে বাংলা মাকে ভালোবাসি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com