সব থেকে বড়ো সুখ
বিজয়ের সুখ,
চনমনে দেহ মন
থাকে না অসুখ।
কেটে যায় ডর ভয়
শঙ্কার মেঘ,
স্থবিরতা সরে গিয়ে
আসে গতি বেগ।
রঙে রঙে রাঙা থাকে
বিজয়ের ক্ষণ,
স্মরণীয় হয়ে থাকে
সারাটা জীবন!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com