দীর্ঘ নয়টি মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাঙালি দামাল ছেলে, মা, বোনে’রা ফিরে এনেছেন বাংলার প্রিয় মায়ে’র মুখের মধুর বাংলা ভাষা। এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন ত্রিশ লক্ষ বাঙালি মানুষ। ভাষার জন্য পথে মিছিলরত অবস্থায় জীবন দিয়েছেন রফিক, বরকত ও শফিক, জব্বার সহ আরো অনেকে। তবুও কোনোমতে’ই পিছু পা হয়নি সবাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে রেসকোর্স ময়দানে সমবেত হয়েছিল লাখ লাখ মানুষ। তাঁর ভাষনে সবাই একমত পোষণ করেছিলেন বাঙালি মানুষ। বাংলার মানুষের একটা’ই দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই,সেটা সফল করেছেন বাঙালি জনতা। এরপরে’ই পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেন। এই রাতে আক্রমণে অনেক বুদ্ধিজীবি, সাংবাদিক, শিক্ষক, চাকুরীজীবি, শিক্ষার্থী সহ আরো অনেক মানুষ’কে নির্মম ভাবে হত্যা করেন পাকিস্তানি হানাদার বাহিনী। পরে শহর থেকে গ্রামে প্রবেশ করেন পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি মানুষ ভয় না করে শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত হন। য়ার যা কিছু আছে তাই নিয়ে শত্রুকে বাঁধা প্রদান করার চেষ্টা করেন। এই দীর্ঘ নয়টি মাস যুদ্ধ চলে। তাজা রক্ত ঝরিয়ে সবুজ ঘাস লাল করে ছিনিয়ে এনেছেন বাংলা ভাষা। ফিরিয়ে এনে ছেন লাল সবুজ রঙের পতাকা। অবশেষে’ই ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মাটিতে পা রেখে আত্মসমার্পণ করেন। আমরা অর্জন করি বিজয়। তাই আসুন আমরা বাংলা মা-কে ভালোবাসি, মায়ের মুখের মধুর ভাষা’কে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষ ও মাটিকে ভালোবাসি।