বিকেল হলে ঘুরি
বিকেল হলে খেলি,
বিকেল হলে দূরাকাশে
বদ্ধ ডানা মেলি।
বিকেল হলে হাঁটি
গল্প ফাঁটাফাঁটি,
বিকেল হলে নদীর তীড়ে
খেলি কাদামাটি।
বিকেল হলে ছুটি
বিকেল হলে ফুঁটি
সন্ধ্যে হলে আঁকার খাতায়
করি কাটিকুটি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com