বয়সের ভারে ক্লান্ত শরীর
চলেছি ভাটির টানে,
জীবন তরীর হাল ধরি তার
পথের সমুখ পানে।
নবীনের শুরু প্রবীনের শেষ
পড়ন্ত বিকেল বেলা,
স্মৃতির পাতায় রোমন্থন করি
স্বপ্নের ভাসাই ভেলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com