আমি সংগ্রামী, সংগ্রাম করেছি মিথ্যুকের সাথে
আমি বিপ্লবী, সাইক্লোনবেশে নেমে আসা নিন্দুকের বিরুদ্ধে।
আমি আগ্রাসী, জোর করে মিথ্যা চাপিয়ে দেওয়া সৈরাচারীর সাথে
আমি সৈনিক, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কলম ধরেছি বলে।
আমি দহন, মনগড়া গল্প ছিনিয়ে নিয়েছি বলে
আমি ঝঞ্জা, অন্যায়ের বিরুদ্ধে লিখে যাচ্ছি বলে।
আমি ফনী, প্রতিবাদ করতে শিখে গিয়েছি বলে
আমি বেনী, অনিয়মের বিরুদ্ধে ঐক্য গড়েছি বলে।
আমি কবি, দুঃশাসনের বিরুদ্ধে কবিতা লিখে যাচ্ছি বলে
আমি প্রলয়, হঠাৎ করে বেবিচার ভাঙতে যাচ্ছি বলে।
আমি প্রভাত, নতুন করে স্বপ্নের বার্তা দিচ্ছি বলে
আমি অভিনেতা, কালো সমাজের সাথে অভিনয় করে যাচ্ছি বলে।
আমি হিন্দোল, মনের সাথে তাল মিলিয়ে চলি বলে
আমি বর্ণ, সকলের মাঝে মিশে গিয়েছি বলে।
আমি গর্জন, প্রতিবাদী কন্ঠে বেসুরে গেয়ে যাচ্ছি বলে
আমি একরোখো, সত্যের সাথে পণ করেছি বলে।