বাবুইসোনা আর কাঁদেনা
ওই দেখ সূর্য মামা।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে
সবাই ফিরে নিজ গৃহে।
সন্ধ্যাবেলা খেলতে মানা
বই পড়বে বাবুইসোনা।
আঁকবে লিখবে হাসবে,
হাট্টিমাটিম টিম পড়বে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com