বাবার হাতটি ধরে পাড়া ঘুরি
প্রজাপতির মতো শুধুই উড়ি।
বাবার বক্ষ যেনো বিশ্বজোড়া
বাবার বক্ষ ঘুরলে জগৎ ঘোরা।
বাবার কাঁধে সকল সুখের পাহাড়
বাবা মিটায় সবার খাদ্য আহার।
বাবার চোখে দেখি শুধুই মায়া
বাবা সবার বাঁচার স্বপ্ন ছায়া।
বাবার হলো জীবন পথের সিঁড়ি
বাবা বিপদ দিনের পর্বত-গিরি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com