চিঠির দেখা যায়না পাওয়া
সব'ই হারিয়ে গেছে,
ডাকপিয়ন আসে না বাড়ি
থাকেনা কেউ পিছে।
সকাল হলেই বেল বাজিয়ে
আসতো ডাকপিয়ন,
আসতো নিয়ে হাতে করে
নানান রকম টোকন।
বাবা-ম চিঠি লিখে পাঠিয়ে
সর্বদা সন্তানকে দিত,
চিঠি পেয়ে পড়ে 'যে সন্তান
বাবা-মা'র খোঁজ পেত।
বাবা মা-যে লিখতো কেমন
আছিস তুই খোকা,
কতদিন নয়ন ভরে দেখি না
কোল লাগে ফাঁকা।
ভাবিস না তুই কোনো কিছু
আমরা ভালো আছি,
তোরে ছাড়া বল না খোকা
কেমনে থাকি বাঁচি।
তুই ছাড়া আজ শূন্য লাগে
ছোট্ট এই যে সংসার,
স্বপ্ন আছে যে তোকে নিয়ে
তোর বাবা ও আমার।
ছুটি পেলে"ই আসিস বাড়ি
ফিরে মায়ের কোলে,
তোর জন্য যে দোয়া করি
ভাসায় নয়নের জলে।
ভালো থাকিস খোকা তুই
রাখবো তোর খোঁজ,
সুস্থ থাকিস ভালো থাকিস
দোয়া করবো রোজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com