ড. এস, এম, মনির-উজ-জামান
পৃথিবীর সকল বাবারাই সুন্দর
সন্তান তার অন্তর।
বাবার ভালোবাসার হয়না পরিমাপ
হেথা নিরন্ত সুবাসিত বকুল গোলাপ।
বাবা তোমার আদর স্নেহ অবিরাম অভিরাম
সারা পৃথিবীর চেয়েও যার বেশি দাম।
বাবা দেখে তোমার মুখের হাসি
ম্লান হয়ে যায় নরম আলোয় ভরা জোছনার শশী।
বাবারা পৃথিবীর শ্রেষ্ঠ কবি-
সন্তানের নিরন্ত ভালোবাসার ধ্যানের ছবি।
বাবা আমার হৃদয়ের পটে শুধু তোমাকেই দেখি
তুমিই আমার চিরসুখ, দু:খ দিনের সারথী।
বাবা তুমি আমার হীরা মতি হার
তুমি ছাড়া সব কিছুই আঁধার।
বাবা তোমার কষ্টের ভার
থাই পাহাড়ের চেয়েও ওজন বেশি তার।
বাবা তুমি আমার মাথার ওপর বটবৃক্ষের ছায়া
বাবা তুমি আমার মুগ্ধতার প্রোথিত মায়া।
বাবা তুমি আমার ভূবন ভরা আলো-
মনেতে আমার মঙ্গলদীপ জ্বালো।
"মা" বলে তোমার মতো ডাকেনা কেউ এমন করে
বাবা তুমি আছ আমার অন্তর জুড়ে।
বাবা তুমি এমনই একজন
যার মতো হয় না কোন আপন।
বাবা তোমার একটু আদর, একটু ছোঁয়া
সাইবেরিয়ার ঠান্ডায় উষ্ণতার পরম পাওয়া।
বাবা,আমার একটুখানি মলিন হ'লে মুখ
ব্যথায় ব্যথায় ভরে উঠে তোমার বুক।
হঠাৎ করে একটু আঘাত লাগলে আমার গাঁয়
সে ব্যথা লাগে, বাবা তোমার কলিজায়।
বাবা, আমার একটুখানি খুশির বিনিময়
বিলিয়ে তুমি দাও, তোমার সারাজীবনের সঞ্চয়।
বাবা আমি তোমার অহংকার
তোমারই আঁখিতে উদ্ভাসিত স্বপ্ন আমার।
বাবা, তুমি আমার অলংকার
আমিই আমিই তোমার আশার বাতিঘর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com