বাবা হলো স্নেহ
আদর মাখা সুখ
নির্ভরতার সাক্ষী
সব চাওয়া উন্মুক।
হরেক রকম আবদার
মিষ্টি সময়ের ছায়া
অকারণে ফোন!
আরেক কথায় মায়া।
দুঃখ রয় বহুদূর
বটের শান্ত ছায়
আগলে রাখা বুক
বলে খুকি আয়।
রও তুমি এমনতর
আরো বহু দিন
চোখের শান্তি হয়ে
এ পাওয়া অমলিন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com