আয়রে খোকা, আয়রে খুকি
ওই অদূরে মেলা,
ভাঙা চশমা চোখে দিয়ে
বানর দেখায় খেলা।
বানর মশাই বর সেজেছে
মাথায় পাগড়ি পরে,
লাজুক ঢঙে হেঁটে চলে
মুখে রুমাল ধরে।
বানর নাচে হেলে-দুলে
হাসে কুঁজো বুড়ি,
আরও হাসে খোকা-খুকি
আনন্দের নেই জুড়ি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com