‘উঠাও বাচ্চা’র সেই শ্লোগান
ঘুরিয়ে ডানে বামে,
মাইকিং করে বিক্রি হচ্ছে
‘প্রবেশ টিকিট’ নামে।
কুড়ি টাকার বিনিময়ে
ভাগ্য যদি ঘোরে!
নানান রকম গিফটটা নিয়ে
আসবে বাড়ির দোরে।
বাণিজ্য মেলার নামে তাদের
টিকিট বিক্রির গাড়ি,
জেলা জুড়ে পাড়ায় পাড়ায়
যাচ্ছে বাড়ি বাড়ি।
লোভনীয় এই লটারির
কুফল সবার জানা,
শান্তি সুখের সংসারে রোজ
দেয় অভাবের হানা।
করবে না কেউ মানা?