বাড়ির পাশে তোমার বাড়ি
রোজ সকালে দেখি,
মনের মাঝে তোমার ছবি
কল্পনাতেই যে আকিঁ।
হরিণ কালো চোখ তোমার
ফুলের মতোই হাসি,
যতই দেখি ততই তোমায়
অনেক ভালোবাসি।
একটি পলক তুমি যখন
চোখের আড়াল হও,
মনটা আমার আনছান করে
কেমনে থাকি কও।
বাড়ির আঙিনায় উঁকি দিয়ে
তোমায় যখন দেখি,
আমার চোখে চোখ রেখে
মুচকি হাসো সখি।
আমার আকাশে তুমি যেন
একটি সন্ধ্যা তারা,
চাঁদের আলো চাই না আমি
শুধুই তুমি ছাড়া।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com