বাড়ির ধারে ছোট নদী
উঁচু দুইটি পাড়,
ছেলে মেয়ে সাঁতার কাটে
জল ভরা তার।
এপার ওপার পাড় হয়
মানুষ আর গাড়ি,
সারি সারি ঢেউ তার
দুই ধারে বাড়ি।
ডিঙি নৌকা চালায় মাঝি
পাল খানি উড়ে,
ভাটিয়ালি গান গায় আর
জেলে মাছ ধরে।
ছোট নদী পাড় হয়ে যায়
মাঝি তার নায়ে,
নদীর জলে স্নান করে
ফিরে তার গাঁয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com