ধান্ধাবাজ আর স্বার্থপরে
স্বজন সুজন নিজেরঘরে
কারে করি বিশ্বাস!
কখনো কখনো মনে হয়
দিবাভাগেও আঁধারের ভয়
বিচ্ছিন্ন চারপাশ!
হাততালি আর চুনকালি
একাকার তাই জলঢালি
উপলব্ধি বাজে স্মৃতি!
খুচরো কিংবা পাইকারি
টেনে ধরাই দরকারী
অলীক প্রেমপ্রীতি!
জব্দের আর শব্দের
নাই কোথা হেরফের
হোকনা খুব মিঠা!
উপরে উঠলেই জ্বলবে
নামানোর জন্য চলবে
যত বিরুদ্ধ কথা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com