জীবন যাত্রার কি মান নাই,
টাকার কি দাম নাই?
নিত্যপণ্যের নিত্য বাড়ে দাম,
কমেনা তো নিত্যপণ্যের দাম।
এই রকম হয় যদি দিনদিন,
গরীবেরা খাবে কি বাতাস প্রতিদিন।
কোনদেশে করি মোরা বসবাস,
সিণ্ডিকেটেরা সিণ্ডিকেট করে পাশ।
মোরা জনগণ করিনা কোন প্রতিবাদ,
মোরা জনগণ আসলেই বোকা আবুল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com