ভাষার মুক্তির স্বপ্নের দেশ
আমার প্রিয় বাংলাদেশে,
রক্তের বিনিময়ে প্রবাহিত ভাষা
আমার বাংলা ভাষা।
বাংলা ভাষায় সম্মৃদ্ধ দেশ
উচ্চ শিখরে বাংলাদেশ,
মাতৃভাষার গর্বে উজ্জ্বল সংগ্রহ
সমৃদ্ধ বাঙালির ভাষা।
বাংলা ভাষা আমাদের শক্তি
স্বাধীনতার চিরস্থায়ী মুক্তি,
উজ্জ্বল পথে স্মৃতির সংগ্রহ
মাতৃভাষার প্রতি শ্রদ্ধা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com