বীর সিংহের সেই ছেলে
কলকাতাতে যখন আসে
মাইল ফলকে নেয় শিখে সে
এক দুই তিন চারকে।
বলত তারে সকল লোকে
যশুরে কৈ কসুরে জৈ
প্রতিভা তাকে দিল পৌঁছে
বাঙালির ঘরে ঘরে।
বর্ণপরিচয় জ্বেলে দিল
চারিদিকে শিক্ষার আলো
বাল্য বিবাহ বন্ধ করে, বিধবা বিবাহ শুরু হলো
বাংলাতে, ননননননারী শিক্ষার প্রসার হলো।
মাতৃভাষা, মাতৃভক্তি ছিল তার অপরিসীম
গরীবের দু:খ কষ্ট, করত তাকে পীড়িত
বাঙালির একটা ঈশ্বর, তিনি বিদ্যাসাগর
হাজার বিরোধিতা সয়েও, তিনি ছিলেন একনিষ্ঠ।
মধুসূদনকে ফিরিয়ে এনে, বাংলায় দিলেন –
সনেট কবিতার জনক
কারমাটারে শেষের দিনে, সাথী আদিবাসীগণ
নীরব হলেন ঈশ্বরচন্দ্র, মৃত্যু দিনে জানাই প্রণাম।