বাংলা আমরা মুখে বলি
মনে থাকে অন্য
অন্য ভাষায় কথা বলে
হই যে কতো ধন্য।
আধা বাংলা আধা হিন্দি
আহা, ভাবটা নেই সেই
নিজের মাকে বিক্রি করে
নাচি রোজ ধেই ধেই।
বাংলার মাঝে ইংরেজি বলি
বাংলা করি খাটো
বাংলার বুলি মুখে বলে
ইংলিশ কেনো চাটো?
বাংলা সবার মুখের বুলি
বাংলা মাতৃভাষা
বাংলা ভাষায় কথা বলে
জুড়াই মনের আশা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com