বাংলা ভাষা ইতিহাসের সাক্ষী হয়ে আছে,
এর পেছনে গর্ব করার অনেক কিছু যাচে।
পৃথিবীর কোনো ভাষাই রক্তে কেনা হয়নি;
বাংলা ভাষা রক্তে কেনা, গোপন এটা রয়'নি।
বাংলা ভাষা আমার মায়ের মুখের ভাষা,
এই ভাষাটা পূরায় আমার মনের আশা।
বাংলা ভাষার জন্য শহীদ হইছে ভাইয়েরা-
একুশ ফেব্রুয়ারি অশ্রু ঝরায় মায়েরা!
গর্বের সাথে নতশিরে শ্রদ্ধায় স্মরণ করি,
আজও রক্ষায় সোচ্চার আছি, হাতে হাত ধরি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com