প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ
বাংলা বর্ণমালা”
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি
একঝাঁক টডবগি তরুণ,
ভাষার জন্য দিয়েছিল জীবন
ঝরেছিল রূধির অরুণ।
অতি যে করুণ ছিলো তাদের
মর্মান্তিক মৃত্যুর সে দৃশ্য,
মাতৃভাষার জন্য জীবন দিতে
দেখেছিল সেদিন এ বিশ্বএ।
বাঙালীরা নয় ভীরু কাপুরুষ
বুঝেছিল পাকসেনা দল,
দাবানো যাবেনা প্রয়োগ করে
কোন আগ্নেয় অস্ত্র বল।
বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে
উৎসর্গ করলো যারা প্রাণ,
পুষ্প অর্ঘ্য অর্পণ করে সদায়
দিয়ে যাবো তাদের মান।
বাংলা বর্ণমালা অ,আ,ক,খ
আজো তাদের কথা কয়,
যেসব ভাষা শহীদ বুলেটের
সেদিন পাইনি কোন ভয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com