ঝাকড়া চুলের মহান কবি
ভোরের পাখি নজরুল,
তোমার কাব্যে তোমার গানে
তুমি প্রিয় বুলবুল।
নেই ভেদাভেদ সবাই মানুষ
এই যে তোমার বাণী,
সাম্য মৈত্রীর মিলন ক্ষেত্র
ঘুচলো দু:খ গ্লানি।
ধন্য আমরা তোমার জন্য
ক্ষণজন্মা তুমি,
অমর তুমি চিরসবুজ
সার্থক বঙ্গভূমি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com