মন ভোলানা সুর করে
যাচ্ছে সে এ পথ ধরে,
নির্বাক শ্রোতা হয়ে
রং বেরঙের নানা সুর তৈরি করে।
এ গলি ওগলি ঘুরে চলে
কাঁধে তার কাপড়ের থলে
সবাই তাকে বাঁশি বাদক বলে।
আরেকজন তার অপেক্ষায় থাকে
বাঁশিবাদক জানবেনা তা কোনো কালে,
কারণ সে থাকে দেওয়ালের অন্তরালে
সে যে এক নির্বাক ছেলে।
বাঁশি সুর পেলে
সব কাজ ফেলে
ছুটে চলে জানালায়।