কতো রাজা এলো গেলো
কতো রাজা আসবে,
ক্ষমতাকে পুঁজি করে
কালো স্রোতে ভাসবে।
কতো রাজা দেশটাকে
রসাতলে নিয়ে যায়,
চাটুকের জাত এরা
সহমত বলে তাই।
কতো রাজা অবিচারে
থাকে তবু নিশ্চুপ,
বার বার বহুরঙে
সাজে তার ওই রূপ।
কতো রাজা প্রতিবাদে
জারি করে ধারা,
রাজপথের স্লোগানে
নেমে আসে যারা।
কতো রাজা কুশাসনে
ঝরে ঝরে পড়ে হায়,
দেশটাকে লুটেপুটে
চেটেপুটে খেয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com