প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ
বসন্ত এলো ফিরে
বসন্ত বেলা করিতেছে খেলা
মাঘের শীতের কালে,
কুহু কুহু তানে মিষ্টি কন্ঠে
কোকিল নাচে ডালে।
দখিনা পবন লাগিতেছে গায়
মনটা উঠছে দুলে,
ফুলের কাননে অলিরা ছুটছে
গুনগুন সুর তুলে।
গাছে গাছে লাল লাল ফুলে দেখো
পলাশ শিমুল হাসে,
ফুলের গন্ধে দোলা লাগে প্রাণে
মন আনন্দে ভাসে।
নীল আকাশে সাদা মেঘ উড়ে
চাষী মাঠে করে কাজ,
বাসন্তী শাড়ী গায়ে কৃষাণীরা
কী যে অপরূপ সাজ!
বাসন্তী মনে পুলকিত চোখে
বসন্ত এলো ফিরে,
চারিদিকে আজ সবুজের সাজ
ঋতুর রাণীকে ঘিরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com