• আজ- শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

বসন্তের মরুৎ

শেখ মুজাহিদ / ৪৫৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

add 1
  • শেখ মুজাহিদ

নীল বসন্তের পবনে,
অলি ওড়ে রঙনে।
পুষ্প ফোঁটে কাননে,
কত বিহঙ্গ গায় ডালে।

ছোট-বড় পাদপের গায়ে,
কঁচি পাতার ছোয়া লাগে।
সবুজে সজীব হয়ে ওঠে,
মোদের বসুন্ধারাতে।

মানুষের প্রাণে বেজে ওঠে মিলনের সুরে_
আত্মহারা ককিলের গানে।
বিহঙ্গের ডাকে রং বদলে_
দুঃখ গ্লানি মুছে যায় মুহুর্তে।

ক্ষণে ক্ষণে সুগন্ধ আসে,
পুষ্প উদ্যান অনিলে ভেসে।
মন মুগ্ধ হয় সমীরণের ভাটিতে,
যেথায় সেথায় ভাসতে থাকে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ৮:২৩)
  • ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ জমাদিউস সানি, ১৪৪৬
  • ৬ পৌষ, ১৪৩১ (শীতকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT