পাখি যেমন আকাশে উড়ে
মানুষ থাকে ডাঙায়
দু''জনের মধ্যে জুটি ভালো
কে যেন তা ভাঙায়।
মেঘের কোণায় বৃষ্টি থাকে
পড়ে ছোট্ট ফোটায়,
বর্ষার মাঝে অনেক সুন্দর
শিমুল ফুল ফোঁটায়।
পাখির গলায় ভরায় বেশ
নানান সুরের গান,
বিকেলবেলা কৃষক শ্রমিক
বাজার মাঝে যান।
রাতের বেলায় সবাইমিলে
শোনেন জারি সারি
বাড়িতেই প্রতিক্ষায় থাকে
ভাই বোন মা নারী।
ভাটিয়ালি জারিসারি গান
কতো সুন্দর যে সুর।
সবার গলার ভালো গানে
ছন্দমালা বেশ সুমধুর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com