অপলক দৃষ্টিতে তাকিয়ে প্রিয়দর্শিনীর ললাটে একে দিতে চাই আমৃত্যু বন্ধনের কোমল ছোঁয়া।
খুনসুটির মাঝে ভালোবাসা, এ যেন এক তৃপ্তির পাওয়া।
কাজলবর্ণা চোখপানে আটকে যেতে চাই মুগ্ধতায়
তোমার সাথেই মিশে যেতে চাই গোধূলির স্নিগ্ধতায়।
তোমায় নিয়ে পাড়ি দিব সমুদ্র, পাড়ি দিব নদী
স্বার্থহীন তৃপ্তির মিছিল, চলতেই থাকুক মৃত্যু অবধি।
চোখের জলটা মুছে দিও, তোমার কোমল হাতের ছোঁয়ায়
আগরবাতির পাশেই বইসো, অদম কবির শেষ যাত্রায়।
কবির প্রয়াণে হস্ত তুলে, ফেইলো চোখের জল
মোনাজাতের মগ্নঘুরে চোখে রেখো জল।
ভক্তিভরে তুলিও দু হাত মহান স্রষ্টার দরবারে
বন্ধন যেন অটুট রাখেন, অন্তিম পরপারে।