আমি সারাজীবন বনসাই রয়ে গেলাম
খর্বকায় শিশুদের মতন।
চতুরতায় পারদর্শী নই বলে,
লোভ আমাকে আকৃষ্ট করে না বলে,
কাঁটাতার জড়ানো সীমান্তের মতন চারিদিকে আমার।
এই শহরের মানুষগুলো আমায় টানে না!
এত চাকচিক্য, জৌলুশতায় মানাতে পারি না নিজেকে,
ভীতু এক ছাপোষা মানুষ আমি
বনসাই জীবনে আমার।
রাতের কালোয় নিজেকে বিলিয়ে
হতে পারিনি ভীষণ আধুনিক,
পারফিউম এর মাতাল গন্ধে উদগার উঠে,
আমি এক সাদাসিধে মানুষ।
নিজেকে আটকে রাখি আমার মধ্যেই,
কাব্যিক কল্পনায় ব্যাস্ত জীবন
বাইরের জগতটা অচেনা, অজানা
কাঁটাতার সড়িয়ে বেরুতে পারি না,
রক্তাক্ত হই ভেতরে ভেতরে ঠিকই!
কিন্তু আমরণই ভীতু
এ শহরকে ভয় পাই বলে
আমি অতি আধুনিক হতে পারিনি,
থাকি না হয় বনসাই হয়েই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com