সবুজ ঘেরা বনবাদাড়ে
প্রকৃতি রয় ছেয়ে,
হলুদ পাইর শাড়ির আঁচল
সুদর্শিনী চেয়ে।
পথের বাঁকে দৃষ্টি কাড়ে
নববধূর সাজে,
ঘোমটা দিয়ে বদন ঢেকে
হাসি ঠোঁটের ভাজে।
ক্ষণিক কৃষ্ণ শাড়ির ভাজে
আঁচল সর্ষে ফুলে,
অরুণ আভায় পরশ মেখে
লজ্জায় মুখটি খুলে,
হলুদ জ্যোতি সুবাস ছড়ে
ব্যকুল হই যে ঘ্রাণে,
অলি হতে ইচ্ছে জাগে
ছন্দে দোলে প্রাণে।
মনের কথন কইবো খুলে
জোৎস্না মাখা রাতে,
প্রেম আলয়ে হলুদ সন্ধ্যা
পরশ মেখে হাতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com