বসুধার বুকে সুখে কাটানো সাবলীল জীবনের
এক লাইন শব্দের অলংকার খুঁজি প্রেমের।
ফ্রেমে আবদ্ধ ভালোবাসার।
চোখের মায়াবী মাঝে খুঁজে দেখি
মনের গহীনে লুকানো প্রীতি সঞ্চার।
সুখের সাধ, অবাধ প্রবাহিত ঝর্ণা
সত্যি কত কিছু থেকে বঞ্চিত।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com