গুনগুনিয়ে গান করে যায়
কামড় দিয়ে যায় পায়
এমন কামড় কামড়ায় তারা
কামড় সয়না তো গায়।
গায়ে কামড়ায় পায়ে কামড়ায়
আরো কামড়ায় মুখে
রক্ত খেয়ে উড়ে বেড়ায়
তারা থাকে সুখে।
মশা নামক আজব প্রাণি
ভয় পায় নাতো মানুষ
রক্ত খেয়ে মানুষ গুলো
করে দিচ্ছে ফানুস।
এডিস নামক মশা গুলো
ভারি বজ্জাত হয় যে
কামড় দিলে এডিস মশায়
মৃত্যু ভয়টা রয় যে।
ডেঙ্গু নামের জ্বর আসিলে
মরণ কাঁপন ধরে
জ্বরের মাত্রা বেশি হলে
অনেকে যায় মরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com