কে বলে নিষ্প্রাণ ছবি
তুমি মহাকবি।
কর্ম তোমার কালজয়ী কবিতা
বাংলা মহাকাব্যের তুমি রচয়িতা।
অমর কবিতা হয়েছে লিখা বারবার
তর্জনী হেলনে তোমার।
একদিন মরে যায় কবি
রয়ে যায় কবিতা
যুগ হতে যুগান্তরে অন্তরে অন্তরে।
বর্ণমালার সোনালি হরফ চুমি
বেঁচে আছ বেঁচে রবে বঙ্গবন্ধু তুমি।
কবি আর কবিতা হয়ে একাকার
অমরতা পায় কবি হৃদয়ে সবার।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com