রক্তেরক্তে নদী ছিলো
বঙ্গবন্ধুর বাড়ি,
পাক দোসররা বঙ্গবন্ধুর
জীবন নিলো কাড়ি
আমরা পেলাম শোক।
মারলো যারা এই পরিবার
তাদের মরণ হোক।
বুকের ভিতর বুলেট কাঁদে
এফোঁড়ওফোঁড় যেয়ে,
বিহগ ব্যথায় কাঁদতে থাকি
দু:খ গীতি গেয়ে,
শোকে মূর্ছা দেশ
রক্ত দাঁতে হায়নারা সব
দেশটা করলো শেষ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com