আমি যদি পাখি হতাম
বন্ধু হতো ফুল।
আমি বরং নদী হলে
বন্ধু হবে কূল।
আমি যদি আকাশ হতাম
বন্ধু হতো মেঘ।
বৃষ্টি হয়ে ঝরলে আমার
বন্ধু ঝড়ো বেগ!
রাতাকাশে চাঁদটা হলেই
বন্ধু আমার তারা।
তারার ভিড়ে দিয়ে যেত
আমায় পাহাড়া।
আমি যদি কদম হতাম
বন্ধু হতো জুঁই।
পাখি হলেই ইচ্ছে হতো
ফুল-পাতাদের ছুঁই।
আমি কভু ভ্রমর হলে
বন্ধু হবে মৌ।
তুলবে যে গান সুরে সুরে
বউ গো কথা কও!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com