- কাজী আব্দুল্লা হিল আল কাফী
লেখক লেখিকা প্রকাশ করেছেন
অপরূপ নতুন বছরের বই।
পাঠক পাঠিকা এসেছেন অনেক
তুলেছেন সবাই যে হইচই।
কিনেছেন পাঠক পাঠিকা নানান
লেখক লেখিকা লেখা বই।
নানান ভাবে সাজিয়েছেন হাতের
ছোঁয়ায় লিখেছেন যে সই।
কিনছেন নানা বই পড়ছেন সবাই
মনের মাঝে বইছে আনন্দ।
নানা বইয়ের পাতায় ভরায় আছে
নানান রকমের যেন ছন্দ।
কবিতা গল্প উপন্যাস প্রবন্ধের যে
জুড়ে আছে নানান কথা।
লেখক লেখিকা সবে এগিয়ে যাক
রইলো সবার প্রতি শ্রদ্ধা।