চারপাশে তাকিয়ে দেখো
বইছে মাঘের শীত,
পথে ধারে কাঁদছে শিশু
এই মানবতার গীত।
ঘর বাড়ি নাই যে তাদের
নাই যে বসত ভিটা,
খোলা আকাশে ঘুমা তারা
মাথার নিচে ইটা।
হাত-পা গুটিয়ে খালি গায়ে
ঘুমায় পথের ধারে,
একটি শীতের কাপড় দাও
বলবে তারা কারে।
শিশির ভেজা মাটির উপর
কেমনে কাঁটায় রাত,
বিশ্ব বিবেক কোথায় আছো
বাড়াও মানবতার হাত।
বড্ড শীতে যে কাঁপছে তারা
পাশে দাঁড়াও তাই,
মানবতার মহান ফেরিওয়ালা
কেউ আছো ভাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com