স্বপ্নের বাড়ি আমার
মাতুব্বর ভিলা,
বংশের সোনালী তাজ
ফাঁসিয়াতলা।
বংশের গৌরব মহাবীর
উচ্চশির মমো শির।
মাতুব্বর বংশের গর্জন
এটাই মোদের অর্জন।
আত্মীয়-স্বজন প্রীতি
বংশবীর অধিপতি।
সমাজের আজ জ্ঞানীগুণী
গুরুজনের কথা মানি।
মোদের বাড়ি মাদারীপুর
সৌন্দর্যে ঘেরা অচিনপুর।
হৃদয় গাঁথা স্বপ্নপুর
চারিদিকে মুখরিত ভরপুর।
মায়া মাখা দেশ, খেজুরের রস
রক্তের টানে করেছে বশ।
সোনালী আমরা বাংলাদেশ
অপরূপায় নেই যে শেষ
দাদার বাড়ির এটাই দেশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com