প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ
ফুল বাহার
গোলাপ বেলি হাসনাহেনা রকমারি ফুল
শিউলি জবা রজনীগন্ধা
মন কাড়ে ব্যাকুল।
সূর্যমুখী গাঁদা গেন্দা
মিষ্টি বকুল ফুল
জুই চামেলি টগর দিয়ে
বাঁধবো খোঁপায় চুল।
কৃষ্ণচূড়া কদম পলাশ
দুধ সাদা কাশফুল
শিমুল ফুলের মালা গেঁথে
যাবো নদীর কূল।
নদীর কূলে এলো বাতাস
বাতাবি লেবুর গন্ধে
শাপলা ফুটে বিলের জলে
বাহারি সব ছন্দে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com