প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
ফুলে ফুলে প্রজাপতি
ফুলে ফুলে প্রজাপতি
করে ছুটোছুটি
খোকাখুকু খেলা করে
চলে খুনসুটি।
ছোট ছোট পিঁপড়ে
দল বেঁধে হাঁটে
রুই, শিং, কৈ-মাছ
ধরা দেয় ঘাটে৷
বিড়াল ছানা একটানা
ঘুমায় দিনরাত
ইঁদুরকে খামচে ধরে
করে কুপোকাত।
কুকুরটি ঘেউ ঘেউ
ডাকে সারাবেলা
গ্রাম দেখে খোকাখুকুর
কেটে যায় বেলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com