মমতা মেয়ে কাব্য পাড়ায়
দাপিয়ে বেড়ায় রোজ
শব্দের খোঁজে কুঁড়ে কুঁড়ে
মমতা করে কাঙাল ভোজ।
এতটুকু তার নেইতো হুংকার
করে না অহংকার।
মন খারাপেও সদালাপী মেয়ে
মুখে অস্ফুট হাসি
মমতা মেয়ে তাইতো
তোমায় বড্ড ভালোবাসি।
অভিমান করে দূরে গিয়েছে
আবার এসেছে ফিরে
স্বাগত জানাই মমতা তোমায়
কবি ও কবিতার নীড়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com