একটু একটু ঠান্ডা পড়ে
একটু একটু গরম
ভরদুপুরে সূর্যতাপে
গরম পড়ে চরম।
গাছের তলায় শুকনো পাতা
ঝনঝনিয়ে বাজে,
গৃহস্থ বঊ ঝাড়ু হাতে
ব্যস্ত থাকে কাজে।
মাঝে মাঝে বৃষ্টি সাজে
মাঝে মাঝে পড়ে
শস্য ক্ষেতে ফসল গুলো
হাওয়ায় হাওয়ায় মরে।
বাতাস এলে উড়তে থাকে
পথের ধুলোবালি,
নতুন বাগে ফুলের মেলা
ফুল তুলে যায় মালী
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com