প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
ফাগুন তুমি এসেছো তাই
ফাগুন তুমি এসেছো তাই গাছে গাছে ফুটেছে রঙিন ফুল,
দিন রজনীতে সৌরভ ছড়ায় আম্রকাননের মুকুল।
রাখাল বাজায় মোহন সুরের বাঁশি সবুজ বনের বাঁকে,
মুগ্ধ হয়ে গাছের ডালে কোকিল মিষ্টি মধুর সুরে ডাকে।
সন্ধ্যা বেলা সবুজ পাতার ফাঁকে পাখিরা বাসায় মেলা,
রাতের আঁধারে চাঁদের আলোয় জোনাকিরা করে খেলা।
শিশির বিন্দু জেঁকে বসে পলাশ ফুলের পাপড়ির মাঝে,
গাছ-গাছালির তরুলতা প্রকৃতির মাঝে নব রূপে সাজে।
চির সবুজের অপরূপ বরেণ্য ভূমির পবিত্র কাঁদা মাটি,
সুপ্রভাতে সূর্যের মিষ্টি রোদের পরশ পেয়ে হয় খাঁটি।
ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পতে যায় ভরে,
ভাই হারানোর শোকে হাজার বাঙালির চোখে অশ্রু ঝরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com