ফইরেদপুরে চিনির কলে চিনি খাইবের যাইও
সাদা সাদা চিনি পড়ে আজলা ভরে খাই ও।
মধুমতীর নিজেল পানি নাইয়ে যাইও গাঙে
হগল মানষের মেলা কষ্ট পদ্মায় বাড়ি ভাঙে।
আটরশি পীরের বাড়ি মেলা মানষে আসে
ফইরেদপুরের খাউজুরের মিঠাই বেবাক ভালোবাসে।
মিঠের ঠেলায় গালের মদ্দি রস জুমে মেলা
রস জ্বালাইতে গাছির বউডার পইড়া যায় বেলা।
পদ্মার উপুর সেতু অইছে দিলে লাগে ভালা
ওরে সুন্দুর লাগছে পদ্মার গলায় সেতুর মালা।
সেই সেতুর উপুর দিয়া ফইরেদপুরে আইসো
নদী গবেষণা দেইখ্যা অনেক ভালো বাইসো।
বীরের সেরা মুন্সি আব্দুর রউফ দেইখ্যা যাইও বাড়ি
দিলের মধ্যে মেলা আবেগ আইসো তাড়াতাড়ি,
আসার জন্যি চাইয়া থাহুম মনের মেলা টানে
ফইরেদপুরের হগল মানুষ ভালোবাতে জানে।
এই জেলাতে জন্ম অয়ে গর্ব করি দিলে
ধর্ম বর্ণ হগল মাইনষে আছি হবাই মিলে।
গলায় গলায় দোস্ত হইয়ে পথে ঘাটে চলি
ফইরেদপুর যে সব্বার ভালো মনে মনে বলি।