আমি বলি সুন্দর
ফুটে ওঠো তুমি
নীল রঙে এঁকে যাও পুরোটা আকাশ,
উর্বর মৃত্তিকা জাগে
পাললিক সোমগন্ধে
লাঙলের ফলায় চিরে করি প্রেম চাষ।
রাত্রি ফুরিয়ে গেলে বীজপত্র ডানা মেলে,
নতুন সকালে আজ জন্মান্তর জাগে কৌতুহলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com